সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।
শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজকে ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছে। গত ১৬ বছরে বহু সাংবাদিক অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন— এদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে, নইলে তথ্য মন্ত্রণালয়ের সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীন সংস্কৃতি রাষ্ট্রে ভয়াবহভাবে প্রোথিত হয়েছে। বিশেষ করে সাগর-রুনি হত্যা মামলার ১৩ বছরেও বিচার না হওয়া এ ব্যর্থতার নগ্ন দৃষ্টান্ত।
সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, ‘সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১২১ বার পেছানো হয়েছে— এটি প্রমাণ করে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যে রাষ্ট্র হত্যাকারীদের বিচারে ব্যর্থ, সে রাষ্ট্র সাংবাদিক নির্যাতনের বিচার করবে কিভাবে?’
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, ‘নবম ওয়েজবোর্ড এখনও বাস্তবায়িত হয়নি— এটি চরম বৈষম্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হলেও সাংবাদিকরা আজও অধিকার থেকে বঞ্চিত।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি সাংবাদিকদের অধিকার হরণ করা হয়, আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’
বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও কর্ণফুলী পত্রিকায় হামলা-ভাঙচুর চালানো হয়েছিল, আর আজও সেই ফ্যাসিস্টদের সহযোগীরাই গণমাধ্যমে প্রভাব বিস্তার করছে, সামাজিক মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছে। তারা বলেন, ‘রাষ্ট্র যদি এসব হামলাকারীর বিচার করতে ব্যর্থ হয়, জনগণই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন সিএমইউজে’র সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ, রফিকুল ইসলাম সেলিম, আবুল হাসনাত, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, সোহাগ কুমার বিশ্বাস, ওয়াহিদ জামান, চৌধুরী লোকমান, সুপলাল বড়ুয়া, আলী আকবর, নাসির উদ্দীন রকি, বজলুল হক, মুহাম্মদ আজাদ, মনিরুল ইসলাম পারভেজ ও কিরণ শর্মা প্রমুখ।