শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শ্রমিকের ভাগ্য বদলাবে ইসলামী শ্রমনীতিতেই : শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৫, ০৪:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘৩৬ জুলাই বিপ্লবে শ্রমজীবী মানুষরা সর্বাত্মকভাবে অংশ নিয়ে বিপ্লবকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল। শ্রমজীবী মানুষ এদেশের সামাজিক ও রাষ্ট্রীয় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যুগ যুগ ধরে আন্দোলন করে আসছে। তাদের উপর চলমান জুলুম-নির্যাতন অবসান করে একটি শোষণমুক্ত দেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।’

তিনি গতকাল রাতে খুলশী থানার সেগুনবাগান হালকা মোটরযান সেক্টরের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সেক্টর সভাপতি নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

অধ্যক্ষ হেলালী বলেন, ‘শ্রমিকের দুঃখ দুর্দশা দূর করতে প্রচলিত শ্রমনীতি পরিবর্তন জরুরি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে সমাজে সুবিচার প্রতিষ্ঠা পাবে। এতে কোনো শ্রেণিই ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবাই লাভবান হবে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, ঠিক যেমন তারা ভোটের মাধ্যমেও রাষ্ট্রক্ষমতা নির্ধারণ করেন। সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয় ঘটাতে পারলে এবারই হবে শ্রমিকদের প্রত্যাশিত বিপ্লব।’

সভায় প্রধান বক্তা এস এম লুৎফর রহমান বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের কারণেই শ্রমিকদের অধিকার হারিয়ে যায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখলের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী নির্বাচন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, রেলওয়ে এমপ্লয়িজ লীগের কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী, ফেডারেশন মহানগর ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, হালকা মোটরযান সেক্টর সভাপতি কামাল উদ্দিন, সিএনজি সেক্টর উত্তরের সভাপতি মো. বশিরসহ আরও অনেকে।

ভিডিও