চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিপলু এবং পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন।
র্যালির আগে এক সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, ‘যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবসমাজই অগ্রভাগে আছে। তরুণদের দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। ৪৭ বছর পরও আমাদের সংগ্রাম শেষ হয়নি। বিগত ১৭ বছরের দমন-পীড়নের মধ্যেও যুবশক্তি অটুট রয়েছে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হবে, জাতীয়তাবাদী আন্দোলনকে নতুন উচ্চতায় নিতে হবে। যুবকরা, তোমরাই এই দেশের ভবিষ্যৎ— উঠে দাঁড়াও, লড়াই করো।’
প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান বলেন, ‘যুবদল গণতন্ত্রের রক্ষাকবচ। আজকের তরুণদের দায়িত্ব দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। পটিয়ার যুবদল ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যই হবে আন্দোলনের শক্তি।’
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, কামাল উদ্দিন, আবু সালেহ, সাইফুদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, কাজী মো. আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান, মামুনুর রশিদ মামুন, আক্তারুজ্জামান বাবলু, এস.এম. রেজা রিপন প্রমুখ।