শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৫৭ মামলার আসামি রুহুল আমিন বিমানবন্দরে গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৫, ০৪:০৩

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুহুল আমিন পটিয়া উপজেলার এয়াকুবদণ্ডী এলাকার আবদুস সালামের পুত্র।

শনিবার (১ নভেম্বর) পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের নেতৃত্বে এসআই শফিক উল্লাহ ও এএসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর মামলা, ১টি জিআর মামলা এবং ৪টি সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি মামলা ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

এছাড়া সিএমপি কোতোয়ালি থানায় ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্টসহ মোট ২৫টি মামলা মুলতবি আছে। পুলিশের ধারণা, আসামির বিরুদ্ধে দেশের আরও বিভিন্ন থানায় মামলার ওয়ারেন্ট থাকতে পারে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

ওসি নুরুজ্জামান বলেন, ‘বহুল আলোচিত ৫৭ মামলার আসামি রুহুল আমিনকে সিলেট বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে অসংখ্য মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।’

ভিডিও