চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানী বলেছেন, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। আল কুরআনের বিধান অনুযায়ী দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সকল সৎ ও দেশপ্রেমিক নাগরিককে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ‘আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে এলাকায় সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন হবে। দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমাদের সংগ্রাম সফল হবে।’
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে রৌফাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাহফিলের সভাপতিত্ব করেন রৌফাবাদ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ জেবল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডাক্তার মুহাম্মদ আবু নাছের।
বিশেষ ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বিএম মফিজুর রহমান আল আজহারী এবং বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই-এর প্রধান নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হাসান রুমি। এছাড়া বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাদরাসা-ই-আবু হুরায়রা (রা.)-এর সিনিয়র শিক্ষক মাওলানা মফিজুল হক।
এডভোকেট মুহাম্মদ হাসান আলী ও মোহাম্মদ মক্কীর যৌথ সঞ্চালনায় মাহফিলে আলোচনা পেশ করেন শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী আব্বাস আলী, হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা মুহাম্মদ ইসমাঈল, পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী আনিছুর রহমান চৌধুরী, সমাজসেবক ওহিদুল কাদের চৌধুরী এবং চরমোনাইর মাওলানা হাফেজ হেলাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ এস্কান্দর, সমাজসেবক জাহান উদ্দিন, প্রবাসী মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার জাবেদ ইকবাল, কাজী আমিনুল ইসলাম, মাওলানা হেদায়েত উল্লাহ, আব্দুল্লাহ আল জোবায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।