শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় ছাত্রদলের ক্রীড়া উৎসব, ফুটবল ম্যাচে ঐক্যের বার্তা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৫, ০৬:২২

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী আব্দুল জব্বার তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন বেলাল এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, প্রধান বক্তা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরফান, বিশেষ অতিথি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আইয়ুব, জিএস শোয়াইব কাদের, সাবেক সহ-সাধারণ সম্পাদক আল ইমরান, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক মুহাম্মদ জাফর, চন্দ্রঘোনা বিএনপি নেতা হাসেম, জসিম, মনজু, আলম শাহ, নেয়ামত উল্লাহ, মুহাম্মদ কায়সার, মুহাম্মদ মনজু, মোবারক প্রমুখ।

প্রধান অতিথি এস. এ. মুরাদ চৌধুরী বলেন, ‘ছাত্রদল শুধু রাজনীতির ময়দানে নয়, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রেও তরুণ সমাজকে নেতৃত্ব দিতে চায়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক চিন্তা, দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।’

আয়োজক মো. জাহিদ হাসান বলেন, ‘আগেও আমরা ছাত্রবান্ধব কর্মসূচি হাতে নিয়েছিলাম। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

অনুষ্ঠান শেষে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের দুই দল— লাল দল ও নীল দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে লাল দল ২-০ গোলে জয়লাভ করে। অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা, তরুণদের দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

ভিডিও