শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কাপ্তাই হ্রদের নীল জলরাশির মায়ায় রাঙামাটিতে ফিরছে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৫, ০২:০৮
হেমন্তের টান

পাহাড়, হ্রদ আর নীল আকাশ—প্রকৃতির এই অনন্য সমন্বয়ে গড়া রাঙামাটি আবারও ফিরে পেয়েছে তার পুরোনো প্রাণচাঞ্চল্য। দীর্ঘ বর্ষা আর পাহাড়ি অস্থিরতার পর হেমন্তের আগমনে রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে নতুন রূপে। নীলাভ পানিতে ভাসছে সাদা মেঘের প্রতিচ্ছবি, দূর পাহাড়ের কোলে বয়ে চলা বাতাসে ভেসে আসছে প্রকৃতির শীতল আমেজ। পর্যটন মৌসুমের সূচনায় তাই নতুন করে সজীব হয়ে উঠছে হ্রদপাড়ের জীবন, পর্যটনের সুবাতাসে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙামাটি।

কাপ্তাই হ্রদের জলরাশি এখন স্বচ্ছ ও নীলাভ। ঝিরিঝিরি হাওয়ায় দুলছে সবুজ শ্যামল পাহাড়ের গাছপালা। দিনভর নৌকা ও ট্রলারে ভ্রমণ, পাহাড়ি ঝর্ণার কলতান আর বিকেলের লেকপাড়ে সূর্যাস্ত সব মিলিয়ে প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের কাছে রাঙামাটি এখন যেন এক মুগ্ধতার রাজ্য।

শীতের আগমনে বাড়ছে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে আসছেন পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্রমণপিপাসুরা। অনেকেই বলছেন, রাঙামাটির ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পেদা টিংটিং দ্বীপ ও কাপ্তাইয়ের নৌভ্রমণ তাদের শীতের ভ্রমণ পরিকল্পনায় অপরিহার্য হয়ে উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীরাও এখন ব্যস্ত সময় পার করছেন। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও নৌযান মালিকরা পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছেন। স্থানীয় বাজারে বেড়েছে পাহাড়ি পণ্য, বাঁশ-বেতের হস্তশিল্প ও ঐতিহ্যবাহী জামাকাপড়ের বিক্রি।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, শীতের মৌসুম রাঙামাটির পর্যটনের সবচেয়ে ব্যস্ত সময়। প্রতিদিন গড়ে তিন থেকে দশ হাজার পর্যটক আসেন এখানে। মৌসুমে দৈনিক লেনদেন প্রায় দেড় কোটি টাকারও বেশি। হ্রদের পানির স্বচ্ছতা এবং অনুকূল আবহাওয়া এ সময় পর্যটকদের আকৃষ্ট করে।

পাহাড়ি সৌন্দর্য ও নৈসর্গিক পরিবেশে পর্যটকদের নিরাপদ ও উপভোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষও কাজ করছে। নতুন ওয়াচ টাওয়ার, লেকপাড়ে নিরাপত্তা ক্যামেরা, এবং নৌযানে নিরাপত্তা সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

হ্রদের তীরে এখন সন্ধ্যা নামে রঙিন আলোয়। তরুণদের দলে বাজে গিটার, আর ছোট ছোট বাচ্চাদের হাসি মিশে যায় হ্রদের ঢেউয়ে। স্থানীয়দের ভাষায়, হেমন্ত মানেই রাঙামাটি জেগে ওঠে নতুন প্রাণে।

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রাঙামাটির পর্যটনখাত। প্রকৃতির স্নিগ্ধতা, পাহাড়ি সংস্কৃতি আর আতিথেয়তার মিশেলে এ জেলা হয়ে উঠছে পর্যটনের প্রাণকেন্দ্র। এই হেমন্তেই যেন নতুন জীবনের গল্প লিখছে কাপ্তাই হ্রদ, যেখানে প্রতিটি ঢেউ বলে ওঠে, ‘এসো, প্রকৃতির কোলে।’

ভিডিও