বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ। বৃহস্পতিবার বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করা ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বিসিবি একটি পরিচিতি সভা করেছে। সেখানে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজিকে আমন্ত্রণ না জানানোয় এই অভিযোগ তুলেছেন এস কিউ স্পোর্টসের মালিক সামির কাদের চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে চিটাগং কিংস উল্লেখ করেছে- চিটাগং কিংস বিপিএলে দল নেওয়ার দরপত্রের সঙ্গে বিসিবির শর্ত অনুযায়ী, ২ কোটি টাকার পে অর্ডার জমা দেয়নি। যে কারণে তাদের পরিচিতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
কিন্তু চিটাগং কিংস দাবি করেছে, বিসিবি পরিচালক এবং বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে তারা একটি আবেদনপত্র পাঠিয়েছিলেন। সে অনুযায়ী, পূর্ববর্তী বিপিএলের দেনা-পাওয়া নিষ্পত্তি হওয়ার পর চিটাগং কিংস ১২তম আসরের জন্য নির্ধারিত পে অর্ডার জমা দেবে, এমন কথা ছিল।
এ সংক্রান্ত উচ্চ আদালতের একটি আদেশও বিসিবি ও বিপিএলের গর্ভনিং কাউন্সিল বরাবর প্রেরণ করেছিল চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজির অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে বিসিবি আদালত অবমাননা করেছে এবং একতরফা সিদ্ধান্ত নিয়েছে।
এস কিউ স্পোর্টস তাদের বক্তব্যে বলেছে, ‘আমরা সর্বদা বিসিবি ও বিপিএল গর্ভনিং কাউন্সিলকে সম্মান করে এসেছি। তবে চলমান আইনি প্রক্রিয়া উপেক্ষা করে আদালতের আদেশ অমান্য করা অন্যায় ও বেআইনি।’ এস কিউ আরও জানিয়েছে, তারা এখনো আসন্ন বিপিএলে অংশ নেওয়ার জন্য প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।