শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, আত্মগোপনে থাকা ফারুক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:০০

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামী মো. ফারুককে (৪৫) গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোচরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক চন্দ্রঘোনা ইউনিয়নের পারুয়া হাজানিহাট এলাকার কাজী বাড়ির বাসিন্দা। বর্তমানে তিনি চন্দ্রঘোনা বনগ্রাম নতুন গ্রামে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম সুমাইয়া আক্তার (২৫) জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন। এই সুযোগে আসামী ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়।

ঘটনার পর ভিকটিম বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, পিপিএম এর তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার নির্দেশনায় এসআই (নিঃ) মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোচরা বাজার এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে।

অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে রাঙ্গুনিয়া পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ভিডিও