চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদপুর বাজার সংলগ্ন খাদ্যগুদাম এলাকার শফিকের গ্যারেজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশ ও বাঁশখালী থানার একটি যৌথ টিম সার্বিক সহযোগিতা করে। অভিযানের পূর্বে নিয়ম অনুযায়ী বাদী-বিবাদী ও স্থানীয় জনসাধারণকে উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হয়।
জানা গেছে, চাঁদপুর এলাকার মো. তাজ উদ্দিনের পৈতৃক জমি স্থানীয় এক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল। এ ঘটনায় তাজ উদ্দিন ২০০৯ সালে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তার পক্ষে রায় দেন। কিন্তু রায় সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলে রাখে। পরবর্তীতে বাদী তাজ উদ্দিন ২০২৪ সালে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য আবারও আবেদন করলে আদালত দখল হস্তান্তরের নির্দেশ দেন।
বিজ্ঞ আদালতের নির্দেশনার ভিত্তিতে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিক তাজ উদ্দিনকে ৩.৫০ শতাংশ জমির দখল বুঝিয়ে দেয়। অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি ঘটেনি।
এদিকে আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে জমির দখল ফিরে পেয়ে তাজ উদ্দিন ও তার পরিবার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় শান্তিপ্রিয় মানুষও প্রশাসনের ন্যায্য পদক্ষেপের প্রশংসা করেছেন।