রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন সুযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৬

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য খুলে যাচ্ছে নতুন সুযোগ। এতদিন এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে কম সুযোগ পেলেও এবার সমতা ভিত্তিতে অন্যান্য দেশের মতোই বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক অনুরোধ ও আলোচনার পর সম্প্রতি মালয়েশিয়া তাদের নতুন ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ বা নির্বাচন মানদণ্ড বাংলাদেশকে জানিয়ে দিয়েছে। আগামীতে মালয়েশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের জন্য একই মানদণ্ডে রিক্রুটিং এজেন্ট নির্বাচন করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত মানদণ্ড পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিগুলোকে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে।

মালয়েশিয়ার প্রেরিত ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ অনুযায়ী-

১️. এজেন্সির কমপক্ষে ৫ বছরের সফল কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

২️.গত ৫ বছরে অন্তত ৩,০০০ কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ থাকতে হবে।

৩️. কমপক্ষে ৩টি ভিন্ন দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে।

৪️. প্রশিক্ষণ, মূল্যায়ন ও কর্মসংস্থানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স থাকতে হবে।

৫️. সদাচরণের সনদ থাকতে হবে।

৬️. মানবপাচার, শ্রম আইন লঙ্ঘন, জবরদস্তিমূলক শ্রম, অর্থপাচার বা অন্য কোনো আর্থিক অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না।

৭️. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মডিউল থাকবে।

৮️. ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র থাকতে হবে।

৯️. অন্তত ১০,০০০ বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম চালানো সম্ভব।

১০. অতীতে মালয়েশিয়া ও অন্যান্য গন্তব্য দেশের আইনসম্মত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের প্রমাণ থাকতে হবে।

উল্লেখ্য, গত ২১-২২ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়া পক্ষ প্রতিশ্রুতি দেয়, অন্যান্য শ্রম-রফতানিকারক দেশের মতোই বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদেরও সমান সুযোগ দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত শর্ত পূরণকারী সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে।

ভিডিও