চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “সুখী স্বাস্থ্য মেলা–২০২৫”। গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান।
রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান মেলার উদ্বোধন করে বলেন, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার সবার জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।”
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান বলেন, “গ্রামীণ হেলথটেক আমাদের গ্রুপের মূল দর্শন ‘প্রযুক্তির মাধ্যমে উন্নত বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করছে। আজকের এই আয়োজন সেই লক্ষ্যপূরণের অংশ।”
মেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (অর্থ) ও সদস্য (প্রশাসন ও পরিকল্পনা, অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ মাহবুব আলম তালুকদার, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্দার আকতার হামিদসহ গ্রামীণ গ্রুপ ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও গ্রামীণ হেলথটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বন্দর কর্তৃপক্ষের প্রায় পাঁচ হাজার কর্মী ‘সুখী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্যাকেজ’-এর আওতায় বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন। এতে থাকবে আনলিমিটেড ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন, ছাড়ে অনলাইন ফার্মেসি, হোম ল্যাব, কেয়ারগিভার, প্রেগন্যান্সি কেয়ার, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবা।
গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ পেরিয়েছি। আজকের এই অংশীদারিত্ব আমাদের সেই অগ্রযাত্রার প্রমাণ।”
দিনব্যাপী মেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবার সক্রিয়ভাবে অংশ নেন। সকাল ১১টা থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলা মেলায় ছিল রেজিস্ট্রেশন, চিকিৎসক পরামর্শ, রক্তচাপ, ওজন, উচ্চতা, ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্বাস্থ্য মেলার সমাপ্তি ঘটে।