শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

‘স্বাস্থ্যসেবায় যুবকদের অংশগ্রহণ প্রশংসনীয় উদ্যোগ’

রাঙ্গুনিয়ায় যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের ভিড়

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন যুবদলের যৌথ আয়োজনে এবং ইসলামপুর ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে স্থানীয় জনগণ, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউছুপ চৌধুরী বলেন, ‘যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, মানবসেবায়ও অগ্রণী ভূমিকা রাখছে। আজকের এই স্বাস্থ্যসেবা কর্মসূচি তারই বাস্তব উদাহরণ।’

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, রাজানগর বিএনপি সভাপতি রেজাউল করিম সওদাগর, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, জেলা যুবদল নেতা কাজী রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুদ্দিন, উপজেলা যুবদল নেতা জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, আবু মনছুর, মঞ্জুরুল ইসলাম, রেজাউল করিম, কাজী মহিউদ্দিন, কামরুল পারভেজ, জসিম উদ্দিন লিটন, জমির উদ্দিন ইমন, সাকিবুল ইসলাম রিমন তালুকদার, এসএম কাউছার, রুবেল ও সেকান্দর প্রমুখ।

ইসলামপুর ব্লাড ব্যাংকের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুরো সময়জুড়ে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা পরিচালনা করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুব সমাজের মধ্যে মানবিক ও স্বাস্থ্য সচেতনতার চর্চা আরও বৃদ্ধি পাবে।

ভিডিও