চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ’র বাবা মাস্টার মক্তোল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মক্তোল হোসাইন ব্রেন টিউমার অপারেশন পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মোয়াজ্জিমের দ্বীপ জামে মসজিদে বাদে যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক হামিদ উল্লাহ’র বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে।
মঙ্গলবার এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সিইউজে নেতারা বলেন, পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হামিদ উল্লাহ পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীর শোকাহত।
অপর এক শোকবার্তায় রামু সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাংবাদিক হামিদ উল্লাহ’র বাবা মাস্টার মক্তোল হোসাইন এর মৃত্যুতে শোক জানিয়েছে সংগঠনটি।