বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেছেন, আগামী নির্বাচনে কওমি-সুন্নি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের ঐক্যই দেশের ইসলামী চেতনা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন সাবেক জমিয়াত নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন দরবারের পীর-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দীন বলেন, ‘সামনের ইঞ্জিন ঠিক থাকলে ট্রেন ঠিকভাবে চলবে। তাই সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতিবিদরা অনেক সময় দরবার, খানকা ও পীর-মাশায়েখদের শক্তিকে অবমূল্যায়ন করেন। অথচ এদেশে ইসলাম এসেছে পীর-মাশায়েখদের হাত ধরে। এই শক্তিকে কেউ মোকাবিলা করতে পারবে না।’
সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ এজহারুল হক ও অধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক।
এছাড়াও হযরত আমানত শাহ (রহ.) দরবারের পীর শাহাজাদা হাবিব উল্ল্যাহ খান, পীরে কামেল সৈয়দ মোহাম্মদ মাসুম কামালসহ বিভিন্ন দরবারের পীর ও মাশায়েখগণ উপস্থিত ছিলেন।