চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ কদমরসুল পয়েন্টে ৫ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে লবণাক্ত পানি ও নিম্নমানের বালি ব্যবহারের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দায়ী ঠিকাদার প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রকল্পের সাব-ইঞ্জিনিয়ার ফখরুল ইসলামকে আটক ও বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে সমুদ্রের লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। প্রশাসন বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীনের জিম্মায় দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ছাত্রদল নেতা জিহান, শাহেদ ও আশরাফের নেতৃত্বে জোরপূর্বক লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলন করছে এবং সেই বালি বেড়িবাঁধের ব্লক তৈরিতে ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, প্রকল্পের সাব-ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম বলেন, ‘আমরা এখনো এসব বালি রিসিভ করিনি; পানি উন্নয়ন বোর্ড নিষেধ করলে এগুলো ব্যবহার করা হবে না।’
২০১৬ সালে ৩০০ কোটির বেশি টাকায় নির্মিত পুরনো বেড়িবাঁধের অংশ ২০২৩ সালে ভেঙে যায়। নতুন প্রকল্পে কাজ শুরু হলেও শুরু থেকেই নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলেন, ‘টেকসই বেড়িবাঁধের জন্য দূর্নীতিমুক্ত কাজ জরুরি। লবণাক্ত বালি ব্যবহারে কৃষিজমি ও পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে।’
লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।