শনিবার, ২২ নভেম্বর ২০২৫

পটিয়ায় বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তুমুল আলোচনা

ইমরান হোসেন মুন্না

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৩৩

চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা ও আলোচনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কাকে মনোনয়ন দেওয়া হবে এই প্রশ্ন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও অনলাইন পরিসর উভয়ই এখন সরগরম।

ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়েছে অসংখ্য পোস্ট, ব্যানার, ও মতামতভিত্তিক স্ট্যাটাস। বিভিন্ন পেইজ, গ্রুপ ও প্রোফাইলে নিজ নিজ পছন্দের প্রার্থীকে এগিয়ে রাখতে সমর্থকরা তুলে ধরছেন যুক্তি তর্ক।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। মাঠের রাজনীতি ফিরতে শুরু করায় দলীয় ও ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে নতুন বিতর্ক ও প্রতিযোগিতা দেখা দিচ্ছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে পটিয়া আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সামাজিক মাধ্যমে।

চট্টগ্রাম–১২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন চারজন রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও পরিচিত মুখ। তারা হলেন—দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় থেকে দলের দুর্দিনে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। দুইবারের সাবেক সংসদ সদস্য ও পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। এই নেতা বিএনপির কেন্দ্রীয় পর্যায়েও ভূমিকা রেখেছেন। সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে দক্ষিণগালা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। তৃণমূল রাজনীতিতে সংগঠনকে শক্ত অবস্থানে রাখার জন্য পরিচিত। এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। দমন–পীড়নের সময়েও দলের প্রতি অনুগত থেকে ‘ঘুমের শিকার’ এই নেতা এখনো দলের প্রতীকি মুখ হিসেবে বিবেচিত।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নীতিনির্ধারণী ফোরাম সাক্ষাৎকার পর্বে এমন বার্তা দিতে পারে যাকে দল মনোনয়ন দিক না কেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে তৃণমূলের কর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জনপদ পটিয়া বিএনপির রাজনীতিতে সবসময়ই গুরুত্ব বহন করে এসেছে। গৌরব, সংগ্রাম ও জনআকাঙ্ক্ষার ধারাবাহিকতায় এবারও আসনটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ২০২৫ সালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পটিয়া আবারও মুখর নির্বাচনী উত্তেজনায়। শেষ পর্যন্ত কে হবেন পটিয়ার জনগণের প্রতিনিধি এখন সেই দিকেই তাকিয়ে স্থানীয় রাজনীতি ও কর্মীরা।

ভিডিও