শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসমাবেশ

রাঙ্গুনিয়ায় বিএনপির শক্তি প্রদর্শন, নির্বাচনে ঐক্যের বার্তা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৪

জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা ঐক্যের বার্তা দিয়েছেন স্থানীয় জনতার উদ্দেশে। তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই রাঙ্গুনিয়াবাসীর ভাগ্য পরিবর্তন ঘটবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশনের কাছে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার মানুষের জন্য সুখবর আসছে। শিগগিরই বিজয়ের হাসি ফুটবে এখানে। মনোনয়ন যারই হোক, তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে রাঙ্গুনিয়ার বিএনপি।’

তিনি রাঙ্গুনিয়ার উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে— কাপ্তাই সড়ককে চার লেনে উন্নীত করা, মরিয়মনগর-রাঙ্গামাটি ডিসি সড়ক সম্প্রসারণ, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকায় এতিমখানা ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধুরী বলেন, ‘সুশৃঙ্খল শক্তি প্রদর্শনের মাধ্যমেই প্রমাণ হবে, রাঙ্গুনিয়া বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। নির্বাচন পেছানো বা অপতৎপরতার বিরুদ্ধে আমরা সতর্ক।’

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তই হবে আমাদের একমাত্র পথনির্দেশ। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত সব নেতাকর্মী ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।’

শামশুল আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আজম খান, রাঙ্গুনিয়া পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহবুব ছফা, সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশ পরিচালনা করেন আবদুস সালাম মেম্বার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরী।

ভিডিও