শনিবার, ২২ নভেম্বর ২০২৫

পৌরকর আদায়ে জালিয়াতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৫

জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের রাজস্ব বিভাগে অভিযানে যায় দুদকের টিম।

অভিযোগ উঠেছে, সিটি কর্পোরেশনের ফিল্ডবুকের তথ্য ঘষামাজা করে ২৬ কোটির জায়গায় করা হয় ৬ কোটি টাকা, ২৫ কোটির জায়গা করা হয় মাত্র ৫ কোটি টাকা। গৃহকর আদায়ে ৪০ কোটি টাকা পুকুর চুরির ঘটনাও ঘটেছে। পুরো জালিয়াতিতে জড়িত দুজন কর্মকর্তা ও তাদের তিন সহকারী। দুই প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি করে বরখাস্ত হওয়ার পর এবার তারা ফেঁসে যাচ্ছেন দুদকের জালে। তাদের পাশাপাশি মামলার জালে আটকাতে পারে সুবিধাভোগী দুই প্রতিষ্ঠান ইসহাক ব্রাদার্স ও ইনকনট্রেড লিমিটেডও।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন জানান, দুই প্রতিষ্ঠানের এ ঘটনায় সিটি কর্পোরেশনের তদন্তে জালিয়াতি ধরা পড়ার পর গতকাল বরখাস্ত করা হয় রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেনকে। দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দে ও আহসান উল্লাহ।

দুদকের জেলা কার্যালয়ের (চট্টগ্রাম-১) সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযানে প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সুবিধাভোগী দুই প্রতিষ্ঠানেরও দায় আছে বলে মনে হচ্ছে।

ভিডিও