শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১২

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রকল্পে জাতিগত বৈষম্য ও অনিয়মের অভিযোগে বাঘাইছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. উক্তার হোসেন সোহেল, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, প্রধান বক্তা ছিলেন বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মো. মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আব্দুর রহমান। এছাড়া মো. ইলিয়াস, নুরুজ্জামান, রাফসান হোসেন মাসুদসহ নাগরিক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে দীর্ঘদিন ধরে বাঘাইছড়িবাসী বৈষম্যের শিকার। উন্নয়নের নামে স্বজনপ্রীতি, অনিয়ম ও জাতিগত পক্ষপাত চলছে।

তাদের দাবি, সাজেকের উদয়পুর এলাকায় কফি ও কাজুবাদাম চাষের নামে সাড়ে চার কোটি টাকার প্রকল্পে তিন শতাধিক ভুয়া নাম দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বক্তারা আরও জানান, সাজেক ইউনিয়নে ১টি ঘর, ১টি টিউবওয়েল ও ৪৫০ মেট্রিক টন সার বরাদ্দের তথ্যও ভিত্তিহীন ও অবাস্তব। এসব প্রকল্প কাগজে-কলমে থাকলেও বাস্তবে স্থানীয় জনগণ কোনো সুবিধা পাচ্ছে না।

সমাবেশে বক্তারা বলেন, বাঘাইছড়ির আট ইউনিয়ন ও একটি পৌরসভায় বাঙালি অধ্যুষিত এলাকায় উন্নয়ন প্রকল্পের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। রাস্তাঘাট, মসজিদ-মন্দির, জনসেবা খাতে দৃশ্যমান উন্নয়ন নেই— অথচ উপজাতি অধ্যুষিত এলাকায় একই প্রকল্পের একাধিক বরাদ্দ দেওয়া হচ্ছে।

তারা উল্লেখ করেন, বাঘাইছড়ি দেশের বৃহত্তম উপজেলা হলেও এখনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। নিয়মিত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি পাহাড়ি চাকরি কল্যাণ সমিতিকে ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। তারা প্রশ্ন তোলেন, ‘এই বরাদ্দ কার স্বার্থে দেওয়া হলো? কোন নীতির ভিত্তিতে এই টাকা বরাদ্দ হলো?’

সমাবেশে বক্তারা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘বিতর্কিত বরাদ্দ প্রত্যাহার করা না হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

তারা আরও হুঁশিয়ারি দেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে অন্যায়ের প্রতিবাদে প্রয়োজন হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’ বক্তারা জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে সমান বরাদ্দ, বৈষম্য বন্ধ এবং বাঙালি অধ্যুষিত এলাকায় সমান উন্নয়ন নিশ্চিতের দাবি জানান।

ভিডিও