শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে আ.লীগ কার্যালয় ‘দখল করা হয়নি’— দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৮

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় ‘দখল করা হয়নি’ বলে দাবি করেছেন মহানগর এনসিপির নেতারা। বুধবার সন্ধ্যায় নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ কার্যালয় দখলের অভিযোগ নিয়ে তারা কথা বলেন।

এনসিপি নেতারা বলছেন, কার্যালয়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতায়াত করতেন। কার্যক্রমও চলত বলে অভিযোগ আছে। প্রশাসনকে বলা হলেও এ নিয়ে ব্যবস্থা নেয়নি। স্থানীয় লোকজনের আহ্বানে এনসিপির নেতাকর্মীরা ওই কার্যালয়ে যান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, গত বছরের ৫ অগাস্টের পর চট্টগ্রামে আওয়ামী লীগের অফিসগুলো পরিত্যক্ত ছিল। কিন্তু গত দুই এক মাস ধরে খবর পাচ্ছি অফিসগুলোতে কার্যক্রম চলছে, দরজা-জানালা লাগানো হচ্ছে, লোকজন আসা-যাওয়া করছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, ‘দখলের অভিযোগ এসেছে, দখলটা কে করেছে। অভিযোগটা কার মাধ্যমে এসেছে। অভিযোগ তো কেউ করবে। আমরা সেখানে গিয়েছি, তাদের (আওয়ামী লীগ) যে সেটআপ ছিল সেটা ভেঙ্গে দিতে। তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া যেভাবে আগাচ্ছে। তাদের নিয়ে ছাত্র-জনতার ক্ষোভ আজও আছে।’

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক বলেন, ‘আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই। ওই ভবন আওয়ামী লীগে বিনা ভাড়ায় দখল করে ছিল। পাশাপাশি সেখানে বিভিন্ন অপকর্ম পরিচালনা করা হত।’

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. রাফসান জানি ও মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিং এর চার তলায় অবস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল ও ভাঙচুর করেন একদল তরুণ।

ভিডিও