শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৩

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি অবৈধ একনলা দেশীয় তৈরী বন্দুক, ৮টি তাজা কার্তুজ (ফায়ারকৃত ৩টি), একটি অস্ত্র পরিষ্কারক যন্ত্র, ২০০ গ্রাম গাঁজা, একটি রামদা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিয়াদিকূল রাবার ড্যামের পূর্বপাশের পাহাড়ি এলাকার একটি খামার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই খামার বাড়ি থেকে ইসমাঈল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি বান্দরবানের লামা উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকার মো. ফিরোজের ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইসমাঈল হোসেনকে অবৈধ অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ভিডিও