শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় নির্মিত হবে অ্যাক্সেস রোড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:১৩

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক নির্মাণে সরকারের অনুমোদন পেয়েছে ২০৯ কোটি টাকার একটি প্রকল্প। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় মিরসরাই-২এ ও ২বি ইকোনমিক জোনে প্রবেশের জন্য অ্যাক্সেস রোড নির্মাণ করা হবে।

বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মিরসরাই-২এ ও ২বি ইজেড (প্যাকেজ নং: ৩)-এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণের দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে মনিকো লিমিটেডকে কাজটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।

এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাপবিবোর ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ)’ প্রকল্পের প্যাকেজ নং: ১০-এর আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেভি ১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

ভিডিও