শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রাবার উৎপাদনে ফিরছে বোয়ালখালী, মাসে আয় ১৮ লাখ টাকা

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:৩৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়ায় প্রায় এক যুগ পর আবারও শুরু হয়েছে রাবারের রস সংগ্রহ। অক্টোবরের শুরু থেকে স্থানীয় কয়েকজন উদ্যোক্তা বাগানটির গাছ থেকে রস সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

উদ্যোক্তা অলক বড়ুয়া জানান, আমুচিয়ার ওই বাগানে প্রায় ১০ হাজার রাবার গাছ রয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে শ্রমিকরা গাছের নির্দিষ্ট অংশের বাকল কেটে দেন, সেখান থেকে গড়িয়ে পড়া দুধের মতো সাদা নির্যাস পাত্রে জমা হয়। সকাল ৯টার মধ্যেই এসব পাত্র থেকে রস সংগ্রহ করে প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা হয়।

তিনি জানান, প্রতিদিন গড়ে ২৫০ কেজি রাবার সংগ্রহ হচ্ছে। প্রতি কেজি রাবারের দাম ২৭০ থেকে ২৭৫ টাকা। এসব রাবার দেশের বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করা হয়, পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।

অলক বড়ুয়া আরও জানান, স্থানীয় বাসিন্দা কালু বড়ুয়া ও গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে প্যারাগন কোম্পানির কাছ থেকে ৬ লাখ টাকায় দুই বছরের জন্য বাগানটি ইজারা নিয়েছেন। বর্তমানে সেখানে ১৫ জন শ্রমিক মাসিক ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে কাজ করছেন।

জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান ‘কানুনগোভ্যালি’ প্রায় ৭০ একর পাহাড়ি জায়গাজুড়ে এই রাবার বাগান গড়ে তোলে। লোকসানের কারণে প্রতিষ্ঠানটি বহু বছর আগে উৎপাদন বন্ধ করে দেয়। পরে প্যারাগন কোম্পানি বাগানটি কিনে সেখানে ফলের বাগান তৈরি করে।

অলক বড়ুয়ার ভাষ্য, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাতে রাবারের রস সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রতিদিন ২৫০ কেজি হারে মাসে প্রায় সাড়ে ৭ হাজার কেজি রাবার সংগ্রহ সম্ভব, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা বলছেন, বহু বছর বন্ধ থাকা রাবার বাগানটি পুনরায় সচল হওয়ায় এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

ভিডিও