শনিবার, ২২ নভেম্বর ২০২৫

নাগরিক পরিষদের সতর্কবার্তা

বাঘাইছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে জজ মিয়ার বাড়িতে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় নারী-পুরুষ ও শিশুরা প্রাণভয়ে আশপাশের বনে ও গ্রামে আশ্রয় নিতে ছুটোছুটি করেন।

ঘটনার পর থেকে আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকায় তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু সশস্ত্র গোষ্ঠী পার্বত্য এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (বাঘাইছড়ি উপজেলা শাখা) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মো. আবছার হোসেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে সম্প্রীতির পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।’

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান— হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদার করতে।

নাগরিক পরিষদের নেতারা আরও বলেন, ‘ভবিষ্যতে মাহিল্যা, আমতলী ও কবিরপুর এলাকায় কেউ যদি পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তবে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। সন্ত্রাসীরা যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

সংগঠনটি প্রশাসনকে সতর্ক করে জানায়, ‘খাগড়াছড়ির মতো অস্থিতিশীল পরিস্থিতি যাতে বাঘাইছড়িতে না হয়, সে জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে তারা নিরাপত্তার আশায় প্রশাসনের পদক্ষেপের দিকেই চেয়ে আছেন।

ভিডিও