চট্টগ্রামের পটিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. সাকিব (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব আনোয়ারা থানার খাসকামার গ্রামের মো. করিম ও সুরাইয়া আক্তারের ছেলে। তারা দীর্ঘদিন ধরে পটিয়ার সুচক্রদণ্ডী এলাকায় আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমানে নিজের কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সাকিব। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা মৃত ঘোষণা করেন।
সাকিব পড়াশোনায় মেধাবী ছিলেন এবং ২০২২ সালে এইচএসসি পাস করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।