চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী, ইছামতী ও শিলক খালসহ বিভিন্ন নদী ও খালে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘রাঙ্গুনিয়ার সচেতন ছাত্র-জনতা’র উদ্যোগে আয়োজিত এ বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, কর্ণফুলী ও ইছামতী রাঙ্গুনিয়ার জীবনরেখা। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় ও মানুষের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা বলেন, নদী বাঁচানো মানে রাঙ্গুনিয়া বাঁচানো।
ছাত্র-জনতার পক্ষ থেকে বৈঠকে চার দফা দাবি উপস্থাপন করা হয়। সেগুলো হলো-অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সব ইজারা বাতিল; উপজেলা পর্যায়ে স্থায়ী নদী রক্ষা কমিটি গঠন; কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ পুলিশ টহল ব্যবস্থা; বেতাগী এলাকায় নিরাপত্তা ফাঁড়ি স্থাপন।
বৈঠকে তরুণ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুল করিম টিপু, আদনান রাফি, মো. কলিমুল্লাহ, মো. সাজিদ, সরওয়ার নূর, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, উমর ফারুক, মো. আসলাম হোসেন আসাদ, মো. আসিক, আফিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. অপু।
আলোচনায় আরও উঠে আসে ইজারাদারদের কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ, চট্টগ্রাম–কাপ্তাই সড়কে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মাদক ব্যবসা দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগে কর্ণফুলী ও ইছামতী নদী আবারও প্রাণ ফিরে পাবে, রাঙ্গুনিয়ার মানুষও রক্ষা পাবে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয় থেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু শাকের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মুরাদ, এলডিপির সাধারণ সম্পাদক আহমদ কবির, ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা করিম উদ্দিন হাছান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সাহিদুল ইসলাম আরিফ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি আশরাফ গনি চৌধুরী, ইছামতী নদী রক্ষা কমিটির সভাপতি এ বি এস মোরশেদ এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার।