শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া পয়েন্টে ধসে পড়া বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রায় ৩ কোটিরও বেশি টাকা ব্যয়ে সম্প্রতি নির্মিত বেড়িবাঁধটি নানা অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে কয়েক বছরের মধ্যেই সমুদ্রগর্ভে বিলীন হতে শুরু করেছে। বর্তমানে প্রেমাশিয়া পয়েন্টে বেড়িবাঁধের কয়েকশ মিটার অংশ ব্লকসহ ধসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে খানখানাবাদসহ উপকূলীয় অঞ্চলের হাজারো পরিবার।

শনিবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় ধ্বসে যাওয়া বেড়িবাঁধটি দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সবুর, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহেদুল হক জাহেদ, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস কামাল চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ মুজিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদ হাসান ও সদস্য সচিব জিলহাজ আল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল হক, রুহুল আমীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুন্দ্বীপাড়া রায়ছটা প্রেমাশিয়া সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা মিনার, সরওয়ারসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিডিও