রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আবারও মেসির ম্যাজিক, দুর্দান্ত হ্যাটট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে

খেলা ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮

বয়স তার ৩৮ পার হয়ে গেছে; কিন্তু তাতে কি! বল পায়ে মাঠে নামলে তিনি ২৫-২৬ বছরের টগবগে তরুণে পরিণত হন। অসাধারণ, চোখ ধাধাঁনো পারফরম্যান্স দিয়ে মাতিয়ে তোলেন ভক্ত-সমর্থকদের হৃদয়। যার আরও একটি প্রদর্শনি দেখা গেলো শনিবার রাতে, এমএলএস লিগে ন্যাশভিলে এসসির বিপক্ষে।

এটুকু পড়েই ফুটবল ভক্তরা একজনের ছবি হৃদয়পটে এঁকে নিয়েছেন। হ্যাঁ, তিনি লিওনেল মেসি। অসাধারণ এক হ্যাটট্রিক করলেন তিনি শনিবার রাতে। তার এই দুর্দদান্ত হ্যাটট্রিকে ভর করে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। এটি মেসির মেজর লিগ সকার (এমএলএস) ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক। আর পুরো ক্যারিয়ারে এটা তার ৬১তম হ্যাটট্রিক।

এই মৌসুমে মেসি এখন পর্যন্ত ২৯ গোল করে এমএলএস-এর সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে তার আগের হ্যাটট্রিকটি এসেছিল গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ৬-২ গোলের জয়ে।

ইন্টার মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে ম্যাচের বলেন, `মেসি আমাদের প্রতিটি ম্যাচে বাড়তি সুবিধা এনে দেয়, তার সম্পর্কে যতই বলি কম বলা হবে।‘

খেলার ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে মেসি ম্যাচের প্রথম গোল করেন (২৭তম গোল), মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিযে দেন। কিন্তু ৪৩তম মিনিটে ন্যাশভিলের স্যাম সারিজ হেড করে দলকে সমতা ফেরান।

প্রথমার্ধে ন্যাশভিল ইন্টার মিয়ামিকে ১১-৪ শটে ছাড়িয়ে যায় এবং অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে হানি মুকতারের শট পোস্টে লেগে ফিরে এলে জ্যাকব শাফেলবার্গ রিবাউন্ড থেকে গোল করে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে দেন।

৬২তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মিয়ামি পেনাল্টি পায় এবং মেসি তার দ্বিতীয় গোলটি করে স্কোর সমান করেন ২-২। মাত্র চার মিনিট পর, বালতাসার রদ্রিগেজ বক্সের মাঝামাঝি থেকে গোল করে মিয়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

ভিডিও