শনিবার, ২২ নভেম্বর ২০২৫

তারেক রহমানের ৩১ দফাই নতুন বাংলাদেশের নীলনকশা : শহীদুল ইসলাম চৌধুরী

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০০

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিই হবে নতুন বাংলাদেশের নীলনকশা।’

তিনি বলেন, ‘আমি পটিয়ার সন্তান। জনগণ ও দলের প্রতি দায়িত্ববোধ থেকেই নির্বাচনে আসতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয় নিশ্চিত করব।’

শনিবার (১৭ অক্টোবর) সকালে পটিয়া থানার মোড়সংলগ্ন একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।

তারেক রহমানের ৩১ দফা প্রসঙ্গে শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি পতিত স্বৈরাচারী সরকারের পর রাষ্ট্র মেরামতের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে আমরা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার ফিরিয়ে আনব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বড় দল, এখানে প্রতিযোগিতা থাকবে; তবে প্রতিহিংসা নেই। দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করবে।’

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ‘পটিয়ার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং বেকার তরুণদের কর্মসংস্থানের দিকেই আমার নজর থাকবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক খোরশেদুল আলম, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন, শাহাদাৎ হোসেন, মো. তৈয়বসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ভিডিও