চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় আরকান সড়কে চট্টগ্রাম অভিমুখী একটি বাস ও কক্সবাজার অভিমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর এলাকার মো.ফারুকের পুত্র মো. সোহেল রানা (২৬) ও চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদুল রহমানের পুত্র আবু বক্কর সিদ্দীক (১৪)
স্থানীয়রা জানান, রাতে কক্সবাজার অভিমুখী একটি মোটরসাইকেলকে চট্টগ্রাম অভিমুখী একটি বাস চাপা দিলে মোটরসাইকেলে থাকা ২ জন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মোটরসাইকেল দোহাজারি হাইওয়ে থানায় নিয়ে যায় ও লাশ ২টি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করেন। গাড়ি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে এবং লাশ দুটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।