বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা জাতীয় কর্মসূচি’ সমর্থনে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন বিএনপি শুক্রবার বিকেল ৪টায় বুধপুরা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন আরাফাত, যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল আনোয়ার লিটন, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওবায়দুল হক রিকু।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী আবু জাফর, আলী আকবর মেম্বার, শাজাহান তালুকদার, নুরুল হোসেন খান, মোহাম্মদ হাসান, সাইফুদ্দিন, মোহাম্মদ ফেরকান, ছাত্রদল নেতা রাকিব হোসেনসহ যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, জনঅধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।