শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কর্ণফুলীর বড়গাং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৩

কর্ণফুলী থানার দক্ষিণ শাহমিরপুর লিচুতলা এলাকায় কেপিজেড সংলগ্ন বড়গাং বৌদ্ধ বিহারে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ২৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও মহতী পুণ্যানুষ্ঠান-২০২৫।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি মারিশ্যা বালুখালী বালুকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কল্যাণ মিত্র মহাথের। উদ্বোধনী ধর্মদেশনা প্রদান করেন বিশ^মৈত্রী বৌদ্ধ বিহার ও বড়গাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির।

ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন কাচালং শিশু সদনের সাধারণ সম্পাদক ও মারিশ্যা শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্ত জ্যোতি মহাথের, রাঙ্গামাটি রাজবন বিহারের ভদন্ত সত্য প্রেম মহাথের, নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভদন্ত ড. জিনবোধি মহাথের, মারিশ্যা জ্ঞানাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যবোধি ভিক্ষু, আনন্দ বৌধি ভিক্ষু, ধর্মকীর্তি মহাস্থবির, মৈত্রীবরণ ভিক্ষু, ধর্মদশী ভিক্ষু, এবং সমাজসেবক ইঞ্জিনিয়ার পিন্টু চাকমা, প্রণয় চাকমা, রুবেল বড়ুয়া প্রমুখ।

বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত শেষে প্রতিবছর ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে এই কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়। বৌদ্ধ ধর্মে এটি একমাত্র সময়, যখন বছরে একবার চীবর দান করা হয়।

প্রথা অনুযায়ী, চীবর তৈরির জন্য তুলার বীজ বপন, সুতা কাটা, রং করা এবং ধর্মীয় আচার অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে কাপড় তৈরি করে তা ভিক্ষু সংঘের মাঝে দান করা হয়।

দানোৎসবে হাজারো পূণ্যার্থীর উপস্থিতিতে ভিক্ষুরা মহামানব গৌতম বুদ্ধের অমৃতময় স্বধর্ম দেশনা প্রদান করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ভিডিও