শনিবার, ২২ নভেম্বর ২০২৫

অসহায় পরিবারের পাশে পটিয়া যুবদল, দুই শিশুর শিক্ষাব্যয় বহনের ঘোষণা

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪০

চট্টগ্রামের পটিয়ায় জীবনের চরম সংকটে পড়া এক পরিবারের পাশে দাঁড়িয়েছে পটিয়া পৌরসভা যুবদল ও জেড ফোর্স পটিয়া। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অপর্ণা দত্ত জয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এক সময়ের পরিশ্রমী কর্মকর্তা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। চাকরি হারানোর পর পরিবারে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। এই মানসিক ও আর্থিক চাপে হৃদরোগে মারা যান তার স্বামী। দুই শিশু সন্তান নিয়ে জীবনের কঠিন বাস্তবতায় পড়ে যান জয়া।

এই দুঃসময়ে তারেক রহমানের নির্দেশনায় পটিয়া পৌরসভা যুবদল ও জেড ফোর্সের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। তারা জয়ার দুই শিশুর এক বছরের পড়াশোনার সব ব্যয়— বই, খাতা, টিউশন ফি, পোশাকসহ শিক্ষাসংক্রান্ত সব খরচ বহনের ঘোষণা দেন। প্রয়োজনে অতিরিক্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন তারা।

পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক অবসার উদ্দীন সোহেল বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য। তারেক রহমান আমাদের শিখিয়েছেন মানবতার রাজনীতি। দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।’

মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন জসিম উদ্দীন মল্ল, মামুনুর রশিদ, ইনজিহারুল সবুজ, সাইফুল ইসলাম, নুরুল হাকিম, জমির উদ্দীন আজাদ, বোরহান উদ্দীন, আলমগীর বাবু, হাজি টিঙ্কু, নাইমুল ইসলাম, লোকমান হোসেন, লোকমান পাপ্পু, আবু মুছা, জিয়া উদ্দীন নোমান, কাজী রিয়াদ, মো. জিয়া, ইব্রাহিম মির্জা, পাপেল, শহীদুল ইসলাম, মো. সুমন, আসিফ, ইকবাল বাহার আশেক, জাহেদ মুজাহিদ, আলী হোসেন, তোহিদুল ইসলাম, বাবলু ও নয়ন প্রমুখ।

স্থানীয়রা এই সহায়তাকে মানবতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন। তাদের ভাষায়, ‘যদি প্রতিটি রাজনৈতিক সংগঠন এমনভাবে মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।’

অন্ধকারের ভেতরেও আলো খুঁজে পাওয়ার নাম মানবতা। অপর্ণা দত্ত জয়ার পরিবারে যে আলোর প্রদীপ জ্বালানো হয়েছে, তা প্রমাণ করছে— তারেক রহমানের অনুপ্রেরণায় গড়ে ওঠা তরুণ প্রজন্ম শুধু রাজনীতি নয়, মানবতার রাজনীতি করছে।

ভিডিও