চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে সম্প্রসারণের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
জানা যায়, জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে স্থানীয় শতাধিক মানুষ গাছের টুকরো ও বাঁশ ফেলে সড়কে ব্যারিকেড দেন। তারা দ্রুত মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার একপর্যায়ে ইউএনও’র আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
অবরোধকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। কিন্তু সরু সড়ক ও অব্যবস্থাপনার কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে নিরীহ মানুষের। তাই সড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ করেছেন।
এ সময় তারা আরও কয়েকটি দাবি উত্থাপন করেন— যেমন: চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিতকরণ, ফিটনেসবিহীন গাড়ি আটক, ফুটওভার ব্রিজ স্থাপন, গতিরোধক নির্মাণ ও মহাসড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ।
অবরোধ চলাকালে মহাসড়কের উভয় লেনে ট্রাক, বাস ও প্রাইভেটকারের দীর্ঘ সারি পড়ে যায়। তবে প্রশাসনের তৎপরতায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘মানুষের দাবি যথার্থ। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করায় সবাইকে ধন্যবাদ জানাই।’