শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে বেপরোয়া চোর চক্র, এলাকাজুড়ে উদ্বেগ

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৪

চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্ক। সচেতন মহলের দাবি, গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল কমে যাওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষায়, অপরাধ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোশালী সিকদার বাড়িতে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা ঘটে। ব্যাংকার শাহাদাত হোসেন শামীমের বাড়িতে রাতে দুর্বৃত্তরা প্রবেশ করে ঘরের দরজা-জানালা ভেঙে মূল্যবান জিনিসপত্রসহ ফ্রিজ খুলে ভেতরে থাকা মাছ, মাংস পর্যন্ত নিয়ে যায়।

এর আগের দিন রাতে ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রহমত আলী হাজির বাড়ি এলাকার এবাদতখানায় দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যায়। অন্যদিকে একই রাতে ওই এলাকার বাঘমারা জিলানী জামে মসজিদের দানবাক্সও ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।এছাড়া একই এলাকার প্রবাসী হাবীবুল্লাহ কালুর বাড়ির উঠান থেকে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা। পরদিন সকালে বিষয়টি টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা হতভম্ব হয়ে পড়েন।

সাম্প্রতিক এসব ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এমন ছোট-বড় চুরি ও ডাকাতি এখন প্রায় প্রতিদিনই ঘটছে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায়। অথচ টহল কার্যক্রম ও রাতের পাহারার তৎপরতা আগের মতো নেই। সচেতন ব্যক্তিরা বলছেন, প্রধান সড়ক থেকে ভেতরের সড়কে পুলিশ টহল না থাকায় অপরাধীরা সাহস পাচ্ছে। সাধারণ মানুষ রাতে নিরাপদ নয়। দ্রুত টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। পুলিশ এলাকার প্রধান সড়কগুলোতে নিয়মিত টহল দিলেও ছোট ছোট সড়কগুলোতে প্রবেশ করেননা। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে চোর চক্র এখন গ্রামীণ সড়ক ও বসতবাড়িগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, সম্প্রতি ফটিকছড়িতে চুরি-ছিনতাইয়ের ঘটনাগুলো কিছুটা বেড়েছে, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে বেশ কয়েকজন চোরকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত কাজ করছে এবং ঘটনাগুলো প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় টহল আরও জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, অপরাধ দমন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, জনগণকেও সচেতন হতে হবে। চুরি-ডাকাতি রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানান।

ভিডিও