শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:০২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছফুরা খাতুন (৭০)। তিনি আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা এবং আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক চতুর্থ শ্রেণির কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছফুরা খাতুন ব্যক্তিগত কাজে বাড়ির পাশে আরকান সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। তাঁরা হলেন— মো. আজাদ (১৮), চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং মো. আবদুল্লাহ (১৬), সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আবদুল ছফুরের ছেলে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অর্ণব বিশ্বাস বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয়।’

আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দীন বলেন, ‘আমি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ছিলাম। মহিলাটি রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও