চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার পলাতক আসামি তানভীর হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৫নং ওয়ার্ডের সাকর আলী তালুকদার বাড়ির পার্শ্ববর্তী এক আত্মীয়ের ঘর থেকে তাকে আটক করে। তানভীর ওই এলাকার মো. আবছারের ছেলে।
ঘটনায় আহত মানিক জানান, ঘটনার দিন তানভীরসহ কয়েকজন মিলে তাকে, মাহিন ও রাহাতকে দড়ি দিয়ে বেঁধে সূচের আঘাতে নির্যাতন করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত রাহাত ও মানিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তদন্ত কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তানভীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে এলাকায় ফিরেছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ‘প্রাথমিক তদন্তে মাহিন হত্যাকাণ্ডে তানভীরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে গুজব ছড়িয়ে উত্তেজিত জনতা কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার মূল আসামিরা— মাস্টার নাজিম, মহিউদ্দিন ও তৈয়ব— এখনো পলাতক রয়েছে।