চট্টগ্রামের ফটিকছড়িতে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ নিয়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা বলেন, ফটিকছড়ির স্থানীয় যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে টুর্ণামেন্টটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
আয়োজক কমিটির অভিযোগ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী বোরহান মেম্বার ফুটবল একাডেমি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে টুর্ণামেন্টের স্বচ্ছতা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তারা বলেন, ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সব কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং সবকিছু জনসম্মুখে উন্মুক্ত রাখা হয়েছে। অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান, যুগ্ম-সদস্য সচিব মো. আদনান, প্রধান সমন্বয়কারী মো. এনামুল হক সাকিব, সদস্য মো. শিহাব, মো. মাসুদ প্রমুখ।
তারা দৃঢ়ভাবে বলেন, কোনো অপপ্রচারই ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের সংকল্প থেকে তাদের বিরত করতে পারবে না। আয়োজক কমিটি আশা প্রকাশ করে, স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সহযোগিতায় সফলভাবে টুর্নামেন্টে সম্পন্ন হবে।