শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় দুর্যোগ প্রশমন দিবসে ইউএনও কামরুল হাসান

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা-প্রস্তুতিই মূল শক্তি

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৬

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মী, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, র‌্যালি এবং অগ্নিনির্বাপণ মহড়া।

কর্মসূচির শুরুতে সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। প্রাকৃতিক দুর্যোগ রোধ করা না গেলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী প্রমুখ।

দিবসের অংশ হিসেবে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। মহড়া পরিচালনা করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান।

অতিথিরা বলেন, দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জনসচেতনতা বাড়াতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তারা সবাইকে সচেতন ও প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ভিডিও