২০
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ রাফি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাশেম চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার মো. হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় রাফি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধর্মপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।