শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব আসবাবপত্র

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩৯

কক্সবাজারের রামুর মিঠাছড়ি এলাকায় প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে একটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানা, যেখানে প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব ও টেকসই সোফা, বেঞ্চ এবং খুঁটি তৈরি করা হচ্ছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, কক্সবাজারে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়—শহরে দিনে প্রায় সাড়ে ৩৪ টন। এসব বর্জ্য পুনঃপ্রক্রিয়া করা কঠিন এবং এর বাজারমূল্য নেই। কারখানাটি ব্র্যাকের উদ্যোগে এবং ‘প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া (প্লিজ)’ প্রকল্পের আওতায় স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, “এই উদ্যোগ টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অনন্য উদাহরণ। এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং নারী ও স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করছে।”

বিশ্বব্যাংক ও ইউএনওপিএস-এর সহায়তায় এই কারখানা বাস্তবায়ন করছে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসইপি)। প্রতি ঘণ্টায় ২০০ কেজি প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব এবং নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে এখানে রয়েছে ইটিপি, সোলার পাওয়ার সিস্টেম, ফায়ার সেফটি ও সিসিটিভি নজরদারি।

কারখানার মাধ্যমে কক্সবাজারের খাল-বিল ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ কমানো, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভিডিও