শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙন, ঝুঁকিতে হাজারো পরিবার

মুহাম্মদ দিদার হোসাইন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪

চট্টগ্রামের বাঁশখালীর খানাখানাবাদের ৩ নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া এলাকায় সমুদ্রের প্রবল ঢেউ ও স্রোতের আগ্রাসনে বেড়িবাঁধের বড় অংশ সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে। ভাঙন শুরু হওয়ায় পুরো এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে, এবং হাজারো পরিবার ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়রা জানান, বাঁশখালীতে প্রায় ৩শ কোটির বেশি অর্থ ব্যয়ে নির্মিত বেড়িবাঁধটি নির্মাণের কয়েক বছরও যেতো না। খানাখানাবাদের প্রেমাশিয়া পয়েন্টে বাঁধের ব্লকসহ একটি বড় অংশ সমুদ্র গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, তৎকালীন ঠিকাদার প্রতিষ্ঠান কোটি টাকা হাতিয়ে নিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেকসই বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। ফলে উপকূলীয় এলাকার হাজারো মানুষের দীর্ঘ স্বপ্নের প্রতিফলন বাস্তবে রূপ পায়নি এবং পানি আতঙ্ক আবারও ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রেমাশিয়া পয়েন্টে অন্তত ২শ মিটার দীর্ঘ বেড়িবাঁধের অংশ সমুদ্র গর্ভে তলিয়ে গেছে।

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শহীদুল ইসলাম সিকদার বলেন, সমুদ্রের আগ্রাসনে বেড়িবাঁধের বড় অংশ তলিয়ে যাওয়ায় পুরো এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদি দ্রুত সংস্কার করা না হয়, অবশিষ্ট অংশও যে কোনো সময় ভেঙে যেতে পারে। লবণাক্ত পানি ঢুকলে হাজারো পরিবার তাদের বাড়িঘর, পুকুর ও কৃষিজমি হারাতে পারে।

চেয়ারম্যান শহীদুল ইসলাম দ্রুত সংস্কারের জন্য সরকার ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বাঁশখালী পওর শাখা-১ উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম কাদির জানান, খানখানাবাদ এলাকায় ১৩শ মিটার নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ব্লক তৈরি কাজ চলছে। দক্ষিণ প্রেমাশিয়া অংশের ভাঙণ এলাকা এই প্রকল্পের আওতায় নেই, তবে এটি ঝুঁকিপূর্ণ। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

ভিডিও