রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের ৩২ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:০৬

চট্টগ্রামসহ দেশের কারাতে ইতিহাসে নানা অর্জনের সাক্ষী চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন উদযাপন করেছে এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যুগ্ম সম্পাদক ও কোচ সেন্সি লতা পারভীনের পিতার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডেন্ট, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন শুরু থেকেই ভালোবাসা, শ্রম ও স্বপ্নের সমন্বয়ে গড়া একটি পরিবার। আমরা চট্টগ্রামবাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চীফ কোচ শিহান কাউসার আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও ওয়াল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী জাজ মোছাঃ লতা পারভীন, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আবু মোশাররফ রাসেল, হেলথ সেক্রেটারি ডা. মুবিনুল হক, নির্বাহী সদস্য মোহাম্মদ সায়েদুর রহমান ও সাইফুল ইসলাম শাহাদাত, বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা ও সংগঠনের সাবেক শিক্ষার্থী ডা. ফারহানা আক্তার, সহকারী কোচ ফয়সাল আলম মামুন, আইমান ইনতিসার, মাইশা বিনতে সারওয়ার, আবরার সিদ্দিকী, নাশরাহ জুলনুন, মেহবুবা জান্নাত অর্পিতা, আইনুন্নিসা অহনা, ওয়াজিহা সিদ্দিকা ও আরশিয়া নুরাহ।

অনুষ্ঠানে কারাতে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থিত শতাধিক দর্শক করতালির মাধ্যমে উপভোগ করেন।

চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন ইতিমধ্যে বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছে। সংগঠনের শিক্ষার্থীদের গঠিত চট্টগ্রাম মোহামেডান দল দেশের ইতিহাসে প্রথম সিজেকেএস কারাতে লীগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া এই সংগঠন থেকেই দেশের প্রথম পুরুষ ও নারী জাজ হিসেবে লাইসেন্স অর্জন করেছেন কোচ কাউসার আহমেদ ও লতা পারভীন, যারা ওয়াল্ড কারাতে ফেডারেশনের সনদপ্রাপ্ত।

দিনব্যাপী আয়োজন শেষে সংগঠনের পক্ষ থেকে আগামী প্রজন্মের কারাতে শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।

ভিডিও