শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আতঙ্কে স্থানীয়রা

পটিয়ায় প্রবাসীর ঘরে গ্রিল কেটে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকায় এক প্রবাসীর ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোরের দল পেছনের লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ এক লক্ষ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্তা লিটন দাশ (৪৫), পিতা চিত্তরঞ্জন দাশ, মূল বাড়ি সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা ৯নং ওয়ার্ডে। তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে সুচক্রদন্ডী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। ঘটনার দিন চিকিৎসার জন্য তারা চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন।

লিটন দাশের আত্মীয় বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‌‌‘লিটন দাশের পরিবার বাসায় না থাকার সুযোগে চোরেরা পেছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও কাগজপত্র নিয়ে পাশের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের ব্যবহৃত একটি লোহার রড ঘটনাস্থলে পড়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘রাত প্রায় সাড়ে ৭টার দিকে উঠানের লাইট বন্ধ দেখে সন্দেহ হলে ভিতরে ঢুকে দেখি সব এলোমেলো, আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।’

ভুক্তভোগীর স্ত্রী অঞ্জলি দাশ বলেন, ‘চোরেরা আমার সব মূল্যবান জিনিস ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এতে আমি বড় বিপাকে পড়েছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার ও আইনগত সহায়তা কামনা করছি।’

এই বিষয়ে পটিয়া থানার এএসআই নয়ন চাকমা বলেন, ‘ঘটনার বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে একই বাসায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল, কিন্তু আজও তার বিচার হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে ৪ অক্টোবর পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সাবেক কমিশনার নুরুল ইসলামের বাড়ির সংলগ্ন সেকান্দর হোসেনের বাসায়ও দুর্ধর্ষ চুরি হয়। পরপর দুটি ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

ভিডিও