শনিবার, ২২ নভেম্বর ২০২৫

নানিয়াচরে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪

রাঙামাটির নানিয়াচর উপজেলার গোলসাছড়ি জনবল বন বিহারে ধর্মীয় শ্রদ্ধা, শুদ্ধাচার ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান ২০২৫। প্রভাতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিহার প্রাঙ্গণে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বৌদ্ধ ভিক্ষু ও ভক্তদের অংশগ্রহণে সংঘদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ পূণ্যকর্ম সম্পাদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এক মহতী দানোৎসব।

অনুষ্ঠানের প্রধান দায়ক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ জনাব দীপেন দেওয়ান। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি, সম্প্রীতি ও পূণ্যকর্মের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

গোলসাছড়ি জনবল বন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির ভান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র চাকমা, সভাপতি, জিয়া পরিষদ সোনালী ব্যাংক শাখা; রনেল দেওয়ান, সাধারণ সম্পাদক, রাঙামাটি সদর উপজেলা বিএনপি; রনো বিকাশ চাকমা, সাবেক ভাইস চেয়ারম্যান, নানিয়াচর উপজেলা; রাহুল চাকমা, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল; সাদন বিকাশ চাকমা, ছাত্রদল নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বৌদ্ধ ভিক্ষু, সমাজসেবক ও শত শত ভক্তবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, ‘বৌদ্ধ ধর্মের অন্যতম দানপরম্পরা কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষে মানুষে সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই ঐতিহ্য সমাজে শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধের ভূমিকা অনস্বীকার্য। তাই আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠান শেষে দীপেন দেওয়ান নানিয়াচর বাজারে আগত জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। তিনি জনগণের নিকট ওই কর্মসূচির তাৎপর্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং দেশ গঠনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান উপলক্ষে ভোর থেকেই গোলসাছড়ি জনবল বন বিহার প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে মুখরিত। চারপাশে সাজসজ্জা, ফুলের মালা ও বৌদ্ধ পতাকায় সজ্জিত বিহার প্রাঙ্গণ মনোমুগ্ধকর হয়ে ওঠে। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক সকলেই অংশ নেন পূণ্যকর্মে। বিহারের ভিক্ষুদের সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠিত হয় চীবর দান, বুদ্ধপূজা, পিণ্ডদান, ধর্মদেশনা ও সমবেত প্রার্থনা, যা পুরো এলাকাজুড়ে ছড়িয়ে দেয় এক শান্ত-স্নিগ্ধ ধর্মীয় আবহ।

ভিডিও