চট্টগ্রামের পটিয়ায় মাজার জিয়ারত ও জনসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দ হাবিব হাসনাত। শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার হুলাইন এলাকায় জোহরের নামাজ শেষে তিনি দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন।
দিনের শুরুতে তিনি হুলাইন হামিদীয়া জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে হযরত এয়াছিন আউলিয়া (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং পটিয়ার প্রয়াত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা মরহুম শাহনাওয়াত চৌধুরী মন্টুর কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌজন্য ও কৌশল বিনিময় শেষে সৈয়দ হাবিব হাসনাত কচুয়া ইউনিয়নের বানিগ্রাম মোল্লাপাড়া এলাকায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সৈয়দ হাবিব হাসনাত বলেন, ‘পটিয়ার ক্ষণজন্মা কৃতি সন্তান মরহুম শাহনাওয়াত চৌধুরী মন্টু ছিলেন পটিয়াবাসীর প্রাণভোমরা। তিনি ছিলেন বিএনপির একজন সিনিয়র নেতা ও জনগণের অভিভাবকসুলভ নেতা। তাঁর সময়েই পটিয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পটিয়ার মানুষের ভালোবাসা, দোয়া ও বিশ্বাস নিয়েই আমি রাজনীতিতে এগিয়ে যেতে চাই। আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণই আমার মূল লক্ষ্য।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস. এম. মিজানুর রহমান, মাহমুদুর রহমান মান্না, নূরুল ইসলাম, শন্নান, শহীদুল, সৈয়দ আসাদ মাহমুদ, মোবরক আলম, আলগীর চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।