চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আত্মপ্রকাশ করেছে রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশন নামে নতুন এক মানবিক সংগঠন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ও মানবতার সেবায় নিয়োজিত এই অরাজনৈতিক সংগঠনটি শুক্রবার (১০ অক্টোবর) সকালে উত্তর রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়িয়ে ও কেক কেটে ফাউন্ডেশনের যাত্রা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সদস্য সচিব নাছির উদ্দীন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবু নাছের টিপু। মো. খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইসমাঈল হোসেন, সাংবাদিক ত্যৈয়বুল ইসলাম, কন্টেন্ট ক্রিয়েটর মনসুর ইভান, সাগর খান, নাজমুল ফরহাদ, ফরহাদ হোসেন, মো. হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ আরিফুল ইসলাম রুবেল, মো. সোহান লোকমান ও মো. হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন প্রবাসী আলভী জিগার, ইব্রাহিম ইমন, কাজী আনিসুল ও কাজী আলী হাসান। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনটির যাত্রা শুরুকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এটি ভবিষ্যতে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।