চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫। কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭২ হাজার ৬৪৩ জন শিশুকে টিকা দেওয়া হবে।
এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কো-অর্ডিনেশন (সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, মহিলা বিষয় কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রেস ক্লাব সদস্যরা।
সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৬টি কেন্দ্রে ৫২ হাজার ৩৮৭ জন এবং কমিউনিটি পর্যায়ে ২১১টি কেন্দ্রে ২০ হাজার ২৫৬ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম চলবে ১২ থেকে ৩০ অক্টোবর, আর কমিউনিটি পর্যায়ে চলবে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, ‘টাইফয়েড প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা অপরিহার্য।’
সভায় বক্তারা বলেন, সফল টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে এবং এটি ভবিষ্যতে আরও বিস্তৃত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির ভিত্তি তৈরি করবে।