খাগড়াছড়ির সদর উপজেলার মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন ঝোপের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে সদর থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। প্রথমে বিস্ফোরক সদৃশ্য কোনো বস্তু বলে মনে হলেও পরবর্তীতে তা হ্যান্ড টিয়ার গ্রেনেড হিসেবে শনাক্ত করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, উদ্ধার বস্তুটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোন সংস্থার বা কারা বহন করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা গ্রেনেডটি নিরাপত্তাজনিত কারণে থানায় সংরক্ষণ করা হয়েছে এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় এলাকা শান্ত থাকে। এ সময় পুলিশ আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করে এবং স্থানীয়দের যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে আহবান জানায়।